ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চেন্নাইয়ে শেষবার ১৯৮২ সালে টস জিতে কোনো দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল।
বোলিং বেছে নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, উইকেটে আর্দ্রতা আছে এবং তারা ম্যাচের প্রথম ঘণ্টায় এটি ব্যবহার করতে চান।
সফরকারীরা তিনজন পেসার ও দুজন অলরাউন্ডার মাঠে নামছে। পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া সিরিজেও তারা একই পদ্ধতি বেছে নিয়েছিল। স্বাগতিক ভারতও তিনজন পেসার নিয়ে খেলছে। সঙ্গে আছে দুইজন স্পিনার।
বল হাতে মাঠে নেমে রীতিমত আগুন ঝরাচ্ছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। একের পর এক ভারতীয় ব্যাটারদের সাজঘরে ফেরত পাঠাচ্ছেন এই টাইগার পেসার। পাকিস্তান সিরিজের ফর্মই যেন ভারতে টেনে এনেছেন তিনি।
খেলার শুরু থেকেই হাসান ও তাসকিনকে খেলতে অস্বস্তিতে ভুগেছেন ভারতের দুই ওপেনার। চতুর্থ ওভারে হাসানের বলে রোহিতের বিপক্ষে রিভিউ নিয়েছিল বাংলাদেশ। তবে আম্পায়ার্স কলের কারণে সে যাত্রায় বেঁচে যান ভারত দলের অধিনায়ক। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি রোহিত। পরের ওভারেই ভারতীয় অধিনায়ককে সাজঘরে পাঠান হাসান মাহমুদ।
সুইংয়ে এজ হয়ে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন রোহিত। ১৯ বলে করেন ৬ রান। এরপর শুভমান গিলকেও শূন্য রানে ফিরিয়েছেন হাসান মাহমুদ। তার লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ হন গিল। আর ৫৫ রানে ৩ উইকেট হারিয়েছে ভারত।
হাসানের তৃতীয় শিকার হন কোহলি। আউট সাইড অফের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে লিটনের গ্লাভসবন্দি হন অভিজ্ঞ বিরাট কোহলি। ফেরার আগে ৬ রান করেন ভারতীয় ব্যাটার। তাতে ৩৪ রানে তৃতীয় উইকেট হারিয়ে সকালের সেশনেই চাপে পড়েছে স্বাগতিক দল।
চতুর্থ উইকেটে জুটি গড়েন জয়সওয়াল ও পান্ত। লাঞ্চ বিরতি থেকে ফিরেই ৬২ রানের এই জুটি ভাঙেন হাসান। তার অফ স্টাম্পের বাইরের বল অলস ভঙ্গিতে কাট করতে গিয়ে পান্ত গ্লাভসবন্দি হন। ৫২ বলে ৬ চারে ৩৯ রানে ফিরেন ভারতের উইকেটকিপার ব্যাটার। হাসানের এটি চতুর্থ শিকার।
সংক্ষিপ্ত স্কোর: প্রথম ইনিংসে ভারত ৩৫ ওভারে ১৩২/৪ (জয়সওয়াল ৫০*, রাহুল ১০*: রোহিত ৬, গিল ০, কোহলি ৬, পান্ত ৩৯)
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।
0 Comments