ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, ইরানে তাদের বিমান হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরিসহ ২০ জনেরও বেশি ইরানি সেনাবাহিনী ও রেভল্যুশনারি গার্ড কমান্ডার নিহত হয়েছেন।
ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, ইরানে তাদের বিমান হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরিসহ ২০ জনেরও বেশি ইরানি সেনাবাহিনী ও রেভল্যুশনারি গার্ড কমান্ডার নিহত হয়েছেন।
শনিবার (১৪ জুন) জেরুজালেম থেকে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “শুক্রবার হামলা শুরু হওয়ার পর থেকে ইরানের সরকারের নিরাপত্তা ব্যবস্থার ২০ জনেরও বেশি কমান্ডার নিহত হয়েছেন।”
এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, শনিবার তেহরানের প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে ইসরায়েলি ড্রোন হামলায় একজন পুলিশ প্রধান এবং আরেকজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েল দ্বিতীয় দিনের মতো ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
ইসনা প্রেস এজেন্সি জানিয়েছে, শনিবার সকালে পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশের আসাদাবাদ শহরে ড্রোন হামলায় পুলিশ প্রধান মেজর হাবিবুল্লাহ আকবরিয়ান এবং সেকেন্ড লেফটেন্যান্ট আমির হোসেন সাইফি নিহত হয়েছেন।
0 Comments